জীবন্ত টিকাগুলো রোগসৃষ্টিকারী জীবানুর অল্পশক্তির (বা ক্ষয়িত) প্রকার ব্যবহার করে তৈরী করা হয়। এই টিকাগুলো স্বাভাবিক সংক্রমণের মতন যা প্রতিরোধ ক্ষমতা তৈরীতে সহায়তা করে। এই টিকাগুলো শক্তিশালী ও দীর্ঘমেয়াদী রোগ প্রতিরোধ ব্যবস্থা তৈরী করে।
- Glossary health topic
- COVID19 Glossary
- Glossary terminology
- Attenuated vaccine